
মোঃ আহসান হাবীব সুমন :: প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি,সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মার্ট সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার ( ৩ ডিসেম্বর )সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারী মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ রোকানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ ইউছুপ আলী
আরো বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোঃ জিল্লুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ইফতেখার ইউনুস জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক,শহর সমাজসেবা অফিসার মোঃ ফারুক মিয়া,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম,উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম,সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলমসহ আরো অনেক।
এ সময় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা না মনে করে প্রতিবন্ধীদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পরে ৫ জন প্রতিবন্ধী মাঝে হুইল চেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।