সর্বশেষ খবরঃ

জামালপুরে চাঁদার দাবিতে ঠিকাদারের কাজে বাঁধা দেওয়ার মামলায় গ্রেপ্তার-২

জামালপুরে চাঁদার দাবিতে ঠিকাদারের কাজে বাঁধা দেওয়ার মামলায় গ্রেপ্তার-২
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ( ১৫ জুলাই ) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।এর আগে সোমবার উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করে পুলিশ।

অভিযুক্তরা হলেন- উপজেলার বালিজুড়ী পন্ডিতপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে মো. ইয়াকুব (৩০) ও তার সহযোগী তারতাপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে শাকিব আল হাসান (২৫)। তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার দুলাল মন্ডল বাদী হয়ে মাদারগঞ্জ থানায় আটক থাকা দুইজনসহ অজ্ঞাত ৪ থেকে ৫ জনের নামে মামলা দায়ের করেছেন।

ঠিকাদার দুলাল মন্ডল বলেন, আমি একজন ঠিকাদার হওয়ায় বিভিন্ন রাস্তা ও দেওয়াল নির্মাণের কাজ করি। আসামিরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন যুবক ৮ জুলাই মাদারগঞ্জ উপজেলা পরিষদের গেইট নির্মাণকাজ চলাকালীন সময়ে রাজমিস্ত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায় এবং পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে কাজ করতে না দেওয়ার হুমকি দেয়।

এক পর্যায়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকে। আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত শুনে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানায়। এরপর সোমবার দুপুরের দিকে তারা আবারও চাঁদা দাবি করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নির্মাণ কাজে বাধা দিয়ে ভাঙচুর শুরু করে। শ্রমিকদের ওপর হামলা চালায়। বিষয়টি মাদারগঞ্জ থানায় জানালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেপ্তার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি )সাইফুল্লাহ সাইফ বলেন, চাঁদা দাবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। এ সময় ইয়াকুবের প্যান্টের পকেট থেকে চাকু ও কাঁচি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর

চাঁপাইনবাবগঞ্জবাসীর দায়িত্ব থেকে একধাপ পিছু হব নাঃবুলবুল
চাঁপাইনবাবগঞ্জবাসীর দায়িত্ব থেকে একধাপ পিছু হব নাঃবুলবুল
দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবেঃআজিজুল বারী হেলাল
দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবেঃ আজিজুল বারী হেলাল
দুমকির মুরাদিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
দুমকির মুরাদিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে যাবো নাঃ তানভীর
এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে যাবো নাঃ তানভীর
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ