রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে সম্প্রতি অতিবৃষ্টির কারণে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এতে আবাসস্থল ছেড়েছে উপজেলার বিরল প্রুখো হনুমান। খাবারসংকটে হনুমান দলবেঁধে পাশ্ববর্তী মনিরামপুর ও অভয়নগরে বিভিন্ন গ্রামে অবস্থান নিয়েছে। খাবারের জন্য তারা হানা দিচ্ছে বাসাবাড়ি ও বিভিন্ন ফলের বাগানে।
স্থানীয়রা জানান, কখনো বাসাবাড়ির ছাদে, গাছের ডগায়, আবার কখনো শিক্ষাপ্রতিষ্ঠানে এবং দলবেঁধে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিলুপ্ত প্রায় কালোমুখো হনুমান। ১০-১৫ দিন ধরে মনিরামপুরের বিভিন্ন এলাকায় প্রায় ২০টি হনুমান দলবেঁধে ঘুরে বেড়াতে দেখা গেছে। এসব হনুমান দেখছেন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষ। কেউবা আবার হনুমান দেখে সামনে এগিয়ে যাচ্ছেন রুটি,কলা ও বিস্কুট নিয়ে।
এদিকে হনুমান দেখে অনেকে আনন্দ পেলেও তাদের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা। তারা গাছের ফল, মাঠের ফসল নষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ অনেকের। হনুমান গাছে উঠে ডালপালা ভেঙে সব ফল নষ্ট করে দিচ্ছে।
মাল্টা চাষি আব্দুল করিম জানান, তার কয়েক বিঘা জমিতে মাল্টা ও কমলা লেবুর বাগান রয়েছে। হনুমানের হাত থেকে রক্ষা পেতে তিনি বাগান পাহারা দিচ্ছেন। তার মতো গ্রামের অনেকেই নিজেদের ফল ও সবজি খেত পাহারা দিচ্ছেন।
স্থানীয়রা আরো জানান, কেশবপুরে উপজেলা পরিষদ, বালিয়াডাঙ্গা, হাসপাতাল ও অফিসপাড়া কেন্দ্রিক এলাকা জুড়ে এই কালোমুখো হনুমানের বসবাস। প্রশাসনের পক্ষ থেকে হনুমানের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়। তবে প্রজনন বৃদ্ধি পাওয়ায় খাবারসংকট রয়েছে।
কেশবপুরের বন কর্মকর্তা হাবিবুজ্জামান বলেন, উপজেলায় ছোট-বড় প্রায় ৩৫০টি হনুমান রয়েছে। সরকার তাদের খাবারের জন্য মাসিক ২২ হাজার টাকা বরাদ্দ দিচ্ছে। তাদের নিয়মিত বরাদ্দের খাবারে কলা, পাউরুটি ও সবজি দেওয়া হচ্ছে। হনুমান আটকে রাখা যায় না। চারদিকে পানি উঠে যাওয়ায় এখন ওরা শুকনো এলাকায় আশ্রয় নিয়েছে।
কেশবপুরে পানিতে ১০৪ গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি ও নদ-নদীর পানি উপচে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সংকট নিরসনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, আমার ইউনিয়নের ১১টি গ্রামই বন্যায় প্লাবিত হয়েছে। আবাসস্থলে পানি উঠায় এবং খাবার না পেয়ে হনুমানগুলো লোকালয়ে হানা দিচ্ছে।
কেশবপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। এতে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
ইতোমধ্যে কেশবপুর সরকারি পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ে বন্যাকবলিত মানুষরা আশ্রয় নিয়েছেন।