জনপ্রিয় অনলাইন পোর্টাল যশোর পোস্ট.কম এর জন্য খুলনা বিভাগের সকল জেলা,উপজেলা,বিশ্ববিদ্যালয়,ক্যাম্পাস ও সারাদেশে শূণ্য সাপেক্ষে পুরুষ/মহিলা সংবাদকর্মী নিয়োগ দেওয়া হবে। আবেদনের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর২০২৩তারিখ পর্যন্ত।
“ যশোর পোস্ট” এ নিয়োগ সংক্রান্ত নির্দেশনাবলীঃ-
( ১ ) আগ্রহীদের নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি/জীবন বৃতান্ত পাঠাতে হবে
( ২ ) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ১কপি পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে
( ৩ ) শিক্ষা সনদের ফটোকপি পাঠাতে হবে
( ৪ )পরিশ্রমী ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
( ৫ ) কপি নিউজ পাঠানো যাবেনা।
( ৬ ) চুড়ান্ত নিয়োগের পর অফিস সন্মানী নির্ধারন করা হবে,আপাতত কোন প্রকার বেতন নাই।
( ৭ )দক্ষতা যাচায়ে স্থানীয় ইস্যু ভিত্তিক একটি বিশেষ নমুনা প্রতিবেদন পাঠাতে হবে।
সিভি পাঠান- news.jessoreoffice@gmail.com
যোগাযোগের মোবাইল নাম্বারঃ ০১৭১১১৭০৮১৫
আবেদন করারপর যশোর পোস্ট কর্তৃপক্ষ আপনার আবেদন পর্যালোচনা করে আপনাদের সাথে যোগাযোগ করবেন। নতুনদের জন্য থাকবে বিশেষ প্রশিক্ষন ব্যবস্থা। আবেদনের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর২০২৩তারিখ পর্যন্ত।