যশোর আজ শনিবার , ২১ মে ২০২২ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

চৌগাছা সীমান্ত হতে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতিবেদক
Jashore Post
মে ২১, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ
চৌগাছা সীমান্ত হতে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১শ’ ২৪ টি স্বর্ণের বারসহ শাহআলম নামে একজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবি )। আটক শাহ আলম চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

উদ্ধার কৃত সোনার দাম ১০ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবি ) এর অধিনায়ক, লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

তিনি জানান,শুক্রবার সকালে বিজিবি জানতে পারে যে, চৌগাছার কাবিলপুর সিমান্ত এলাকায় সোনার বার নিয়ে এক পাচারকারী অবস্থান করছেন।তাৎক্ষনিক তার নেতৃত্বে শাহজাদপুর বিওপি’র টহলদলের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। সাড়ে ৮টার দিকে বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় রাস্তার থেকে কৃষকের বেশে শাহ আলমকে দেখে তাদের সন্দেহ হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশী করে কোমরের পিছনে বিশেষ ভাবে লুকিয়ে রাখা এ সোনার বার উদ্ধার করা হয়। একই সাথে শাহ আলমের মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, এরআগেও শাহআলম একাধিকবার সোনা পাচার করেছেন। যা বিজিবির কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় আটক হওয়া শাহআলমের নামে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - সারাদেশ