স্টাফ রিপোর্টার ::যশোরের চৌগাছা প্রেসক্লাবের আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক যশোর বার্তার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ মোঃ শিহাব উদ্দিন ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টু।
আজ শুক্রবার সকালে চৌগাছা প্রেসক্লাব চৌগাছা’র অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রেসক্লাব চৌগাছা’র ২৩-২৪ সালের দুই বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ক্লাবের সভাপতি ইয়াকুব আলী।
পরে সর্বসম্মতিক্রমে দৈনিক যশোর বার্তা’র প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ মোঃ শিহাব উদ্দীনকে আহ্বায়ক ও দৈনিক দিনকাল/দৈনিক লোকসমাজের নিজস্ব প্রতিবেদক মুকুরুল ইসলাম মিন্টুকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক যশোর বার্তা’র প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দীন, কালের কণ্ঠের প্রতিনিধি ও ক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক দিনকালের প্রতিনিধি মুকুরুল ইসলাম মিন্টু, সাপ্তাহিক চৌগাছা’র প্রকাশক ও সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, সাংবাদিক নেতা আব্দুস সাত্তার কিনে, খালেদুর রহমান, মঈন উদ্দীন মঈন, নুরুল ইসলাম, কবি শাহীন মাহবুব, এম শাহীন, খলিলুর রহমান জুয়েল, টিপু সুলতান, সুজন দেওয়ান, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, আসিফ ইকবাল রকি, ফারুক আহম্মদ, এ বি সিদ্দিক মন্টু , কবিরুল ইসলাম, খোকন বিশ্বাস, শহিদুল ইসলাম, সুমন রেজা, শিপলু রহমান প্রমুখ।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন:যশোর গেজেট সম্পাদক ও ইসলামিক টিভির সাংবাদিক মাসুদ পারভেজ ( যুগ্ম সাধারণ সম্পাদক ),সাপ্তাহিক অপরাধ দূর্গের ক্রাইম রিপোর্টার টিপু সুলতান ( যুগ্ম সাধারণ সম্পাদক ),দৈনিক যশোর বার্তা’র ক্রীড়া প্রতিবেদক মঈন উদ্দীন মঈন ( যুগ্ম সাধারণ সম্পাদক )দৈনিক সোনালী খবরের প্রভাষক আসিফ ইকবাল রকি ( সদস্য ),দৈনিক দেশ প্রতিক্ষণ এর ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, দৈনিক সকালের সময় এর ইমাম হোসেন সাগর ( সদস্য ),দৈনিক বর্তমান এর ফারুক আহম্মদ ( সদস্য )