স্টাফ রিপোর্টার :: যশোরের চৌগাছার শীর্ষ চাঁদাবাজ,সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সেলিম হোসেন ওরফে কসাই সেলিমকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।সেলিম চৌগাছা উপজেলার ভাদড়া গ্রামের শামসুল হোসেনের ছেলে ।
বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ আটক করা হয় তাকে।এসময় সেলিমের নিকট থেকে একটি দেশীয় পিস্তল, তাজাঁ বুলেট দুই রাউন্ড, একটি ম্যাগাজিন ও ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধ্বার করেন যৌথবাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়,সন্ত্রাসী সেলিম চাঁদা আদায়, পুকুর দখল, মোটর সাইকেল ও মোবাইল ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে লিপ্ত।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) পায়েল হোসেন বলেন,যৌথ বাহিনীর অভিযানে সেলিমকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।