মোঃহানিফ উদ্দিন ( সাকিব ),নোয়াখালী জেলা প্রতিনিধি :: নোয়াখালীল কবিরহাটে মোবাইল দোকান থেকে মোবাইল চুরির অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরাই যাওয়া ৭টি মোবাইল সেট, চারটি মেমোরি কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়।
রবিাবার ( ৮ নভেম্বর ) রাতে ফেনী জেলার দাগনভুঞা থেকে তাদেরকে আটক করা হয়। এর আগে কবিরহাট বাজারের একটি মোবাইল দোকানে চুরির এ ঘটনা সংঘটিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন দাগনভূঞা উপজেলার নোয়াদ্দা গ্রামের আবু সুফিয়ানের ছেলে মেহেদি হাসান হৃদয় (২১) এবং ধর্মপুর গ্রামের আরব আলীর ছেলে শহীদুল ইসলাম রুবেল (৩৫)।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) টমাস বড়ুয়া জানান, আটককৃত আসামীদের সোমবার দুপুরে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
Discussion about this post