যশোর আজ বৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

চালককে সুরক্ষিত রাখে টেসলা ইন্স’র ইলেকট্রিক গাড়ি

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ২, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ
চালককে সুরক্ষিত রাখে টেসলা ইন্স’র ইলেকট্রিক গাড়ি
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইলেকট্রিক গাড়ির পোস্ট ভাইরাল হয়েছে। দুর্ঘটনায় গাড়িটি ভেঙে গেলেও চালকের একটুও ক্ষতি হয়নি।এই ইলেকট্রিক গাড়িটি টেসলাইন্স-এর, যারা পৃথিবীতে সবচেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ির ছবিটি পোস্ট করেন এবং গাড়িটির প্রশংসা করেন সেই গাড়ির চালক।

মাত্র কয়েকদিন আগেই উত্তর আমেরিকার পুয়ের্তো রিকোয় একটি মারাত্মক দুর্ঘটনা হয়।সেই দুর্ঘটনায় পাহাড়ের উপর থেকে খাদে এই টেসলা মডেলের গাড়িটি যাত্রীসহ নিচে পড়ে যায়। প্রায় ১০০ ফুট নিচে পড়ে গিয়ে গাড়িটি একেবারে ভেঙেচুরে নষ্ট হয়ে গিয়েছে।

আশ্চর্যের বিষয় ১০০ ফুট ওপর থেকে গাড়িটি পড়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেলেও চালকের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। তিনি হাতে সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর তিনি গাড়ি থেকে একাই হেঁটে বেরিয়ে এসেছেন।

দুর্ঘটনায় গাড়িটির করুণ অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই, পোস্টটিতে টেসলা প্রতিষ্ঠাতা এলন মাস্ক লাইক দিয়েছেন । যদিও এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ এবং কিভাবে চালক সুরক্ষিত থাকলেন তা জানা যায়নি।

সর্বশেষ - লাইফস্টাইল