নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি )। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে মোট ৯১ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: রেজিস্ট্রার,পদ সংখ্যা: ১।বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
পদের নাম: গ্রন্থাগারিক,পদ সংখ্যা: ১। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
পদের নাম: পরিচালক ( হিসাব ),পদ সংখ্যা: ১।বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
পদের নাম: পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস),পদ সংখ্যা: ১। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক,পদ সংখ্যা: ১। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
পদের নাম: চিফ মেডিকেল অফিসার,পদ সংখ্যা : ১। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
পদের নাম: ডেপুটি চিফ মেডিকেল অফিসার,পদ সংখ্যা: ১। বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
পদের নাম: উপ-গ্রন্থাগারিক,পদ সংখ্যা: ১।,বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
পদের নাম: নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (আইসিটি সেল),পদ সংখ্যা: ১।বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
পদের নাম: সহকারী পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন ),পদ সংখ্যা: ১। বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা।
পদের নাম: সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ( আইসিটি সেল ),পদ সংখ্যা: ১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ( আইসিটি সেল ),পদ সংখ্যা: ১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সেকশন অফিসার,পদ সংখ্যা: ৪ ( জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল/অব্যাহতি জনিত-১, ব্যবসা প্রশাসন অনুষদ-১, অব্যাহতি জনিত শুন্যপদ-১,আইকিউএসি-১)। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: মেডিকেল অফিসার,পদ সংখ্যা: ৩।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: পরিবহন কর্মকর্তা,পদ সংখ্যা: ১ ( পরিবহন পুল, রেজিস্ট্রার দপ্তর )।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী প্রকৌশলী,পদ সংখ্যা: ৩ ( সিভিল-১, স্থাপত্য-১, ইলেকট্রিক্যাল/টেলিকমিউনিকেশন/মেকানিক্যাল-১)।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী কম্পিউটার প্রোগ্রামার,পদ সংখ্যা: ২ (কেন্দ্রিয় লাইব্রেরি-১, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর-১)।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: ল্যাব ইনস্ট্রাক্টর,পদ সংখ্যা: ১ (ইইই)।বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: কম্পিউটার অপারেটর,পদ সংখ্যা: ২০ ( উপাচার্য অফিস কাম রেসিডেন্স, কোষাধ্যক্ষ অফিস, ডিন অফিস (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ), এসিসিই, আইসিই, ডিন অফিস ( বিজ্ঞান অনুষদ ),ফার্মেসি, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, এফটিএনএস, ইএসডিএম, বিজিই, ইংরেজি, অর্থনীতি, ডিন অফিস ( ব্যবসা প্রশাসন অনুষদ ), ডিবিএ, ডিপিডি, মেডিকেল সেন্টার, প্রকাশনা অফিস, রেজিস্ট্রার দপ্তর এবং আইসিটি সেল )।বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: ল্যাব টেকনিশিয়ান,পদ সংখ্যা: ৬ ( ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগ-১, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ-২, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ-২,মাইক্রোবায়োলজি বিভাগ-১ ( অব্যাহতি জনিত শূন্যপদ )।বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: স্টোর কিপার, পদ সংখ্যা: ১ ( আব্দুল মালেক উকিল হল )।বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: ফোরম্যান,পদ সংখ্যা: ১ (পরিবহন পুল, রেজিস্টার দপ্তর)।বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: নেটওয়ার্ক টেকনিশিয়ান/হার্ডওয়্যার টেকনিশিয়ান ( আইসিটি সেল ),পদ সংখ্যা: ২। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: ডাটা এন্টি অপারেটর ( আইসিটি সেল ),পদ সংখ্যা: ২। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: মেশন,পদ সংখ্যা: ২ ( প্রকৌশল শাখা )। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
পদের নাম: কার্পেন্টার,পদ সংখ্যা: ২ ( প্রকৌশল শাখা )।বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
পদের নাম: জেনারেটর অপারেটর,পদ সংখ্যা: ৩ ( প্রকৌশল শাখা )। বেতন স্কেল: ৮,৮০০-২০,২৯০ টাকা।
পদের নাম: লাইনম্যান,পদ সংখ্যা: ১ (প্রকৌশল শাখা)।বেতন স্কেল: ৮,৮০০-২০,২৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট,পদ সংখ্যা: ৪। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট,পদ সংখ্যা: ৪ ( ইইই, এসিসিই, আইসিই, মাইক্রোবায়োলজি বিভাগ )।বেতন স্কেল: ৮,৮০০-২০,২৯০ টাকা।
পদের নাম: ডকুমেন্টেশন সহকারী,পদ সংখ্যা: ১ ( কেন্দ্রীয় লাইব্রেরি )। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: বুক সর্টার,পদ সংখ্যা: ১ (কেন্দ্রীয় লাইব্রেরি)। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
পদের নাম: বুক বাইন্ডার,পদ সংখ্যা: ১ (কেন্দ্রীয় লাইব্রেরি)। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম: লাইব্রেরি সহকারী,পদ সংখ্যা: ১ ( জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল )। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: বাবুর্চি,পদ সংখ্যা: ৩ ( জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-১, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-১, আব্দুল মালেক উকিল হল-১)।বেতন স্কেল: ৮,৮০০-২০,২৯০ টাকা।
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী ( ঝাড়ুদার/মেথর/ক্লিনার/সুইপার ),পদ সংখ্যা: ৮।বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম: মালি ( গার্ডেনার ),পদ সংখ্যা: ২ ( উপাচার্য অফিস কাম রেসিডেন্স ও মৃত্যুজনিত শূন্যপদ )। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের নিয়ম
নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ২১ ডিসেম্বরের মধ্যে- মোহাম্মদ জসীম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী-৩৮১৪ ঠিকানায় পাঠাতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nstu.edu.bd পাওয়া যাবে।