
জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী)জেলা প্রতিনিধি:: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,পাংগাশিয়া পায়রা নদীর তীরবর্তি চরের মাটি কাটার সময় ট্রলারসহ ৫ জন শ্রমিককে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন নদীর চরাঞ্চল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, নাসির হাওলাদার (৩৬), নুর হোসেন (৩০), আবুল বাসার (৪১), আবদুস ছালাম (৪৬), মোঃ সহিদুল (৩৯)।তাদের প্রত্যেকের গ্রামের বাড়ি পার্শবর্তী বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় প্রভাবশালীদের নির্দেশে শ্রমিকরা ট্রলারে করে চর থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে পার্শবর্তী বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ট্রলার ও মাটি কাটার সরঞ্জামসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে খনিজ সম্পদ ও পরিবেশ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি চরাঞ্চল থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এতে কৃষিজমি ও জনবসতিপূর্ণ এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। তারা প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।