
স ম জিয়াউর রহমান :: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বানিজ্যিক এলাকায় গত( ৩ আগস্ট )রবিবার বিকেলে এইচ আর অটোমোবাইলস এবং টোটাল ট্রেড কর্পোরেশনের নতুন শো’ রুম উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কার চয়েসের সত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান,বারবিডার সাধারণ সম্পাদক রিয়াজুর রহমান, আবদুল্লাহ আল রশিদ,আবদুল্লাহ আল হেলাল,খন্দকার হাবিবুর রহমান।
শুরুতে শো রুমের ফিতা কাটা হয় এবং বিশেষ মোনাজাত করা হয়।পরবর্তীতে অতিথিদের আপ্যায়ন,মিস্টি বিতরণ এবং সবশেষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।