রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ ) জেলা প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুরে পুস্তক বিক্রেতা বই বিতান দোকানে সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে অর্ধ দিবস লাইব্রেরি বন্ধ, বিক্ষোভ, মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ২৫ ফেব্রুয়ারী রাত ৯.৩০ মিনিটে গৌরীপুর পৌর শহরের শহীদ হারুণ পার্কের সামনে পুস্তক বিক্রেতা বই বিতান দোকানে সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর করে।
এরই প্রতিবাদে মঙ্গলবার ১ মার্চ দুপুর ১২ টায় শহীদ হারুণ পার্কের সামনে মানববন্ধনে বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি বই বিতান এর সত্বাধীকারী সাদাত হাসান রাজিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপ্লব লাইব্রেরী সত্বাধীকারী বিপ্লব কুমার সেন।
কোষাধ্যক্ষ মিরাজ আলী খান, (বিস্ মিল্লাহ লাইব্রয়ারী ) সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনি ( বন্ধু লাইব্ররী ) সদস্য মুন্না ( মালিয়াত লাইব্ররী ) আবু সায়িদ ( মদিনা লাইব্ররী ) বিপ্লব কুমার ( জনতা লাইব্ররী ), আয়নুল ( কলতাপাড়া লাইব্ররী ), আনোয়ার হোসেন ( স্টুডেন্ট লাইব্ররী ) প্রমুখ।