যশোর আজ বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

গোবিন্দগঞ্জে ১২ বছর পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামী জিনের বাদশা মোশারফ গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
মার্চ ১৪, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে ১২ বছর পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামী জিনের বাদশা মোশারফ গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আঃখালেক মন্ডল (গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ ১২ বছর ধরে পলাতক ৬ বছরের সাজাপ্রাপ্ত জিনের বাদশা মোশারফ হোসেন মশা কে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

বৃহষ্পতিবার রাত দেড়টায় গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসের এসআই প্রলয় কুমার বর্মার নেতৃত্বে এএসআই মোমিনুর রহমান, এএসআই হাবিবুর রহমান দরবস্ত ইউনিয়নের করতোয়া নদীর দুর্গম চর চক রহিমাপুর এলাকা হইতে তাকে গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃত ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মোশারফ হোসেন ওরফে মশা গোবিন্দগঞ্জ থানার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ি গ্রামের বাবলু মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায় সাজাপ্রাপ্ত আসামী মোশারফ ২০১২ সালে সিরাজগঞ্জ জেলার জিনের বাদশার প্রতারণার মামলা নং জিআর- ৫০৮/১২ ( সিরাজ ) এর আসামি ছিলেন। ওই মামলায় সিরাজগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এর বিচারক আসামি মোশারফ কে প্রতারণার দায়ে ৬ বছরের সাজা প্রদান করেন।

সাজার রায় ঘোষনার পর হতে আসামী মোশারফ হোসেন পলাতক ছিলেন। আসামীর বিরুদ্ধে আরো ৩ টি মামলা আছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সাজাপ্রাপ্ত আসামি কে আগামীকাল কোর্টে চালান করা হবে।

সর্বশেষ - লাইফস্টাইল