আঃ খালেক মন্ডল :: প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলায় আলিফ মিয়া ( ১৮ ) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ১লা ফেব্রুয়ারি ) দুপুরের দিকে উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের পশ্চিম দাড়িয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আলিফ মিয়া পশ্চিম দাড়িয়াপুর গ্রামের শফিউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, আলিফ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এরই একপর্যায়ে বুধবার ( ৩১ জানুয়ারি ) রাতে শোবার ঘরে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ির লোকজন ঘরে তার খোঁজ করতে গিয়ে ঘরে ধর্ণার সাথে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে দুপুরের দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক ( এসআই ) দিলীপ কুমার বর্মন বলেন,ওইস্থানে আলিফ মিয়া নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।