যশোর আজ শুক্রবার , ৮ এপ্রিল ২০২২ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

গজারিয়া নদীতে ট্রলার ডুবিতে ২ জনের মৃত্যু

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ৮, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
গজারিয়া নদীতে ট্রলার ডুবিতে ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সিনিয়র রিপোর্টার :: বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ পর্যন্ত ৩ জন নিখোঁজ বলে জানা গেছে। নিহতরা হলেন- দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সালেম হাওলাদার স্ত্রী মাহেনুর বেগম (৫৫) ও তার মেয়ে নাসরিন বেগমের (২৫)।

শুক্রবার ( ৮ এপ্রিল ) বেলা ১১ টায় উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

এই ঘটনায় এখন পর্যন্ত মালা বেগম,রোহান হোসেন ও ইয়ামিন নামের ৩ জন নিখোঁজ আছে বলে জানান ডুবে যাওয়ার ট্রলার থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা।

ডুবে যাওয়া ট্রলারের চালক সাহাবউদ্দিন বেপারী জানান,পারিবারিক জানাযা নামাজে অংশগ্রহণ করার লক্ষ্যে ১৫ থেকে ২০ জন লোক নিয়ে মাঝেরচর এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত খোলা ট্রলারযোগে নদীর ঐ পাড়ে দড়িচর খাজুরিয়া যাওয়ার সময় দেওয়ার বাড়ি এলাকায় পৌছলে প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।

এসময় নদীতে টহলরত কোস্টগার্ডের সদস্যরা তাৎক্ষনিক ট্রলারটি উদ্ধার করতে এগিয়ে আসেন। পরে কোস্টগার্ড ও স্থানীয়দের সহযোগিতায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয় এবং একই সঙ্গে ২ জনের লাশ উদ্ধার করা হয়।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী বলেন, ট্রলার ডুবির সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - লাইফস্টাইল