
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: জাতীয় ইতিহাসে আত্মত্যাগের এক উজ্জ্বল অধ্যায় রচনা করে গেছেন খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মোঃ মজিদ হোসেন। মঙ্গলবার (৫ আগস্ট )সকালে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করলো জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রামগড় উপজেলার নাকাপা বাজার সংলগ্ন পাতাছড়া বসুলপুর জামে মসজিদের পাশের কবরস্থানে ফুলেল শ্রদ্ধা ও দোয়া মাহফিলের মাধ্যমে এই শহিদ বীরের আত্মত্যাগকে স্মরণ করা হয়।জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের নেতৃত্বে শহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, খাগড়াছড়ি জেলা পরিষদ প্রতিনিধি, উপজেলা প্রশাসন, জেলা বিএনপি, খাগড়াছড়ি প্রেসক্লাব, আনসার, এনসিপিপি এবং সর্বস্তরের জনসাধারণ।
সকাল থেকেই কবরস্থান প্রাঙ্গণ পরিণত হয় এক আবেগঘন পরিবেশে। শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সবাই ছিলেন উপস্থিত। সকলেই একবাক্যে স্বীকার করেন—মজিদ হোসেন কেবল একজন শহিদই নন, তিনি খাগড়াছড়ির অহংকার, বীরত্বের প্রতীক।
দেশের জন্য শহিদ মজিদ হোসেনের আত্মত্যাগ আজকের প্রজন্মের জন্য অনন্য অনুপ্রেরণা। তাঁর জীবন ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। তাঁর আদর্শ লালন করে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে দেশের কল্যাণে।”
এছাড়াও এ উপলক্ষ্যে দিনব্যাপি নানান অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। এদিন তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সমগ্র আয়োজন জুড়ে ছিলো শোক, শ্রদ্ধা ও গর্বের এক মর্মস্পর্শী আবহ।