
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে আয়োজিত ৭ দিনব্যাপী বৃক্ষমেলা রোববার ( ১৭ আগস্ট ) বিকালে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার সমাপনী ঘোষণা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন বিভাগের কর্মকর্তা মোঃফরিদ মিঞা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক )ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা বলেন,পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমকে জনগণের আন্দোলনে রূপ দিতে হবে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলসহ সারা দেশে পরিকল্পিত বনায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা সম্ভব।
অনুষ্ঠান শেষে বৃক্ষমেলায় অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্বারক ও পুরস্কৃত করা হয়।