যশোর আজ মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে ৩দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু

প্রতিবেদক
Jashore Post
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
খাগড়াছড়িতে ৩দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় মহিলা সংস্থা’র উদ্যোগে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাতের বিকাশ সাধন প্রকল্প’র আওতায় ৩দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার ( ০৪ফেব্রুয়ারি )সকালে জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রাঙ্গণে এ তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল প্রকল্পের মাটিরাঙ্গা উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও আহ্বায়ক আশা ত্রিপুরা।

নারী উদ্যোক্তারা জানান,এই রকম মেলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নিজস্ব তৈরি পিঠা,কাপড়সহ বিভিন্ন ধরনের পণ্য একানে প্রদর্শন করতে পারি এবং সেই সাথে বিক্রি করে আর্থিকভাবেও কিছুটা লাভবান হবে। তবে মেলাটি তিন দিন না হয়ে ৭-১০দিনব্যাপি হলে আমাদের জন্য ভালো হতো।

আয়োজক কমিটি’র আহ্বায়ক আশা ত্রিপুরা জানান,নারী উদ্যোক্তারা ৩দিনব্যাপী এই উৎসবে রয়েছে ৩৫ টি স্টল। উৎসবে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি প্রায় ৪৫ধরনের ঐতিহ্যবাহী বাহারি স্বাদের পিঠাপুলি,আচার,পোশাক ও নানান পণ্যের বাহার।এছাড়াও পাহাড়িদের ঐতিহ্যবাহী রিনাই,রিসা ও নারীদের বিভিন্ন ধরনের গহনা রাংবাতাং,চুড়ি,কানের দুলসহ আরও নানান ধরনের হাতের তৈরি পোশাক। নারী উদ্যোক্তারা যেন ঘরের ভিতরে না থেকে বাহিরে এসে তাদের

উৎসবটি চলবে ৪ফেব্রুয়ারি থেকে ৬ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শণার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম জানান,নারী উদ্যোক্তারা যেন নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এই মেলাটি আমরা উদ্যোক্তাদের জন্য পণ্য বিক্রয়ের জন্য শুরু করেছি। এছাড়াও তাদের জন্য স্থায়ীভাবে পণ্য বিক্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা আছে,যাতে তারা সেখানে তাদের নিজস্ব তৈরির পণ্যগুলো প্রদর্শন ও বিক্রয় করতে পারে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত