খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে ৭দিনব্যাপি একুশে বইমেলা শুরু হয়েছে।
গত শুক্রবার(২১ফেব্রুয়ারি) বিকাল ৪টায় খাগড়াছড়ি শহরস্থ পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপি একুশে বইমেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
সপ্তাহব্যাপি একুশে বইমেলা ২১ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী ২৭ফেব্রুয়ারি পর্যন্ত। এ মেলায় প্রায় ২৫টি স্টল নিয়ে সাজানো হয়েছে। এখানে জেলা প্রশাসন,জেলাগণগ্রন্থাগারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,স্থানীয় গ্রন্থাগার ও লাইব্রেরী অংশ নিচ্ছেন।
এ সময় পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) রুমানা আক্তার,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।