খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে সচেতনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ০৯জুলাই ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন,ইসলাম শান্তির ও শৃঙ্খলার ধর্ম। ইসলাম কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদ বিশ্বাস করেনা। সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল ও কাঁধে কাঁধ মিলিয়ে সহাবস্থান তৈরি করা ইসলামের কাজ। সর্বোপরি শান্তি,শৃঙ্খলা ও সবাই মিলে মিলেমিশে থাকা ইসলামের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ দিদারুল আলম,সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম প্রমুখ। এছাড়াও খাগড়াছড়ি জেলার বিভিন্ন মসজিদ,মাদ্রাসা, এতিমখানা’র ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।