খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে সাম্প্রতিক পরিস্থিতির উত্তরণে দিকনির্দেশনামূলক বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৮আগস্ট ) জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ আইনশৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিত্ব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি’র বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হচ্ছে। এক্ষেত্রে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কোন দুষ্ট চক্র যেন কোন ধরনের বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি করতে না পারে,সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
অরাজকতা সৃষ্টিকরী কাউকেই ছাড় দেয়া হবেনা। চলমান পরিস্থিতিতে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কখনো ছাড় দেয়া হবেনা এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে ।
এ সময় খাগড়াছড়ি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম,খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত ( জুয়েল ),রিজিয়নের জিএসও-২ ( আই ) মেজর জাবির সোবহান মিয়াদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী-
জেলা এন এস আই যুগ্ন পরিচালক মোঃ ফিরোজ রাব্বানী,সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম,জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএন আবছার,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যডভোকেট মোঃ আব্দুল মালেক মিন্টু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদ হাসান,মাসুদ রানা,হেফাজতে ইসলামের প্রতিনিধি,জামায়াতে ইসলামীর আমির আবদুল মোমিন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।