খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক:: খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছে।শহরে সংঘর্ষের ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি।সংঘর্ষ চলাকালে পুলিশ মুক্তমঞ্ছে অবস্থান করছিলো।
রবিবার ( ৪ আগস্ট ) সকাল ১০ টার দিকে সংঘর্ষের ঘটনা সুত্রপাত হয়।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা শহরের শাপলাচত্বর এলাকায় অবস্থান নিতে চাইলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে ইটপাটকেল ছুঁড়াছুঁড়ির ঘটনা ঘটে।
মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দোকানপাট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।
ছাত্ররা অভিযোগ করেছেন, হঠাৎ করে তাদের উপর আক্রমণ করেছে। এতে দুই নারী শিক্ষার্থীসহ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়েছে। অপরদিকে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন দাবি করেছেন,কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শান্তিপূর্ণ ভাবে তারা অবস্থান করছিলেন।
হঠাৎ করেই নেতাকর্মীদের লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে মারে আন্দোলনকারীরা।সংঘর্ষে ছাত্রলীগের ২৩জন আহত হওয়ার কথা জানিয়েছেন তিনি।
আহত রহমান জানান, ভাঙ্গাব্রিজ এলকার একটি ফার্নিচার দোকানে কাজ করছিলেন তিনি। হঠাৎ করে কিছু লোক দোকানের ভিতর প্রবেশ করে তাকে বেধড়ক পিটিয়েছে।
অপর দিকে বেলা দুইটার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার বাসভবন ‘বৈঠকে’ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার । তিনি অভিযোগ করে বলেন,‘বেলা দুটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা করে।
এসময় বাড়ির কাঁচের জানালা,কাঁচের গ্লাসের প্রাচীর ,আসাসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়। এসময় আগুন দিলেও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরো অভিযোগ করেন আ’লীগের নেতাকর্মীরা ওপেন গুলি করে। তারা আমাদের ৫ জন নেতাকর্মীকে হামলা করে আহত । আমরা বিচার চাই, জনগণ এর বিচার করবে।
হামলার অভিযোগ অস্বীকার করে খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরা বলেন ,‘ শেখ হাসিনার প্রশ্নে ছাত্রলীগ কোন আপোষ করবে না। নৈরাজ্যবাদীদের বিরুদ্ধে ছাত্রলীগ সবসময় রাজপথে থাকবে। রাষ্ট্রের সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
অপরদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা দলীয় কার্যালয়ে তাৎক্ষনিক এক সাংবাদিক সম্মেলনে চলমান পরিস্থিতিকে বিএনপির সাজানো নাটক বলে দাবি করেন।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মঞ্জুরুল হক জানান, এখন পর্যন্ত খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের ধরন দেখে মনে হচ্ছে বেশিরভাগ ইটপাটকেল এবং লাঠিসোটার আঘাতে আহত হয়েছে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তানভীর হাসান জানান, পরিস্থিতি অবজারভেশন করা হচ্ছে। তবে বিচ্ছিন্ন কিছ ুঘটনায় বেশ কিছু লোক আহত হয়েছে । তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি ।