সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে গ্রাফিতি অঙ্কনে বাঁধা প্রদান ও মুছে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

খাগড়াছড়িতে গ্রাফিতি অঙ্কনে বাঁধা প্রদান ও মুছে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়িতে গ্রাফিতি অঙ্কনে বাঁধা প্রদান ও মুছে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনে বাঁধা প্রদান ও মুছে দেওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল কনেছে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা।

শুক্রবার( ১৬আগস্ট ) সকালের দিকে খাগড়াছড়ি সরকারি প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন হাজার হাজার ছাত্র-জনতা। এ সময় বিক্ষোভ মিছিলে জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্তোলনের ফলে স্বৈরাচার সরকারে পতন হয়েছে।বাংলাদেশ একন সাবাধীন। স্বাধীন দেশে দুই নীতি থাকা যাবেনা। বৈষম্য থাকতে পারবেনা। আমরা বৈষম্যের বিরোধে আন্দোলন করে বিজয় হয়েছে। অতীতে বৃটিশদের বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাঙ্গালী জাতিরা যেমন যেমন আন্দেলন সংগ্রাম করেছে। ঠিক তেমনি পাহাড়িরাও রক্ত দিয়েছেন। আন্দোলন করেছেন এবং হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছে। এছাড়াও জাতিগত দিক থেকে আদিবাসী হিসেবে স্বীকৃতি জোর দাবি জানান তারা।

খাগড়াছড়িতে রাজনীতি,স্বেরাচারিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োগ বাণিজ্য বন্ধসহ আসন্ন জেলা সকল ক্ষেত্রে নিয়োগ চেয়ারম্যান,সদস্য নিয়োগে প্রশাসন,রাজনীতির অন্য কোন বাহিনী যেন না করার জন্য হুঁশিয়ার দেয়া হয়। ছাত্রসমাজরাই সৎ,যোগ্য ও নিরপেক্ষ প্রতিনিধি ঠিক করবে বলে জানান তারা।

এ সমাবেশে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, জেকি চাকমা, জেসিকা চাকমা,লাব্রিচাই মারমা,উত্তম ত্রিপুরা,সনজীব চাকমা,জগৎ শান্তি চাকমা,মমেঘদূত চাকমা,সুবিতা চাকমা,সানু মারমা,ফুটন্ত চাকমা,তুষিকা চাকমাসহ আরও অনেকে।

ছাত্র সমাবেশের দাবিসমূহ-

১.৫% আদিবাসী কৌটা পুনর্বহাল ও পার্বত্য মন্ত্রনালয়ের সকল চাকরি নিয়োগের ক্ষেত্রে ৫% রেখে মেধা ভিত্তিক নিয়োগ করতে হবে।

২. আদিবাসীদের সাংবিধানিক ভাবে স্বীকৃতি দিতে হবে।

৩. পাহাড়ের বন ও পরিবেশ রক্ষায় ট্রানজিত রুট ১৯৭৩ যথাযথ প্রয়োগ করতে হবে।

৪. অবিলম্বে পাহাড়ের সকল সমস্যার সমাধান করতে হবে, তার মধ্য ভূমি উচ্ছেদ অন্যতম।

৫. মাতৃভাষা প্রাথমিক শিক্ষা যথাযত প্রয়োগ এবং প্রর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মাতৃভাষা শিক্ষা ব্যবস্থা করতে হবে।

৬. জেলা পরিষদের সকল অনিয়ম ও দুর্নীতি নিরোধ কল্পে ছাত্রদের সাথে সমন্বয় করে যোগ্য ব্যক্তি নিয়োগ করতে হবে।

আরো খবর

খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‌্যালি
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‌্যালি
ইসি ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে দিলো চূড়ান্ত নিবন্ধন
ইসি ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে দিলো চূড়ান্ত নিবন্ধন
তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী নেতা :মির্জা ফখরুল
তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী নেতাঃ মির্জা ফখরুল
অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের ডাকাত দুলাভাই বাহিনীর সদস্য আটক
অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের ডাকাত দুলাভাই বাহিনীর সদস্য আটক
জামালপুরে যুবদলের লিফলেট বিতরণ 
জামালপুরে যুবদলের লিফলেট বিতরণ 
দুমকিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দুমকিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের স্থগিতাদেশ প্রত্যাহার
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের স্থগিতাদেশ প্রত্যাহার