খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকায় এসিসটেন্স ফর দি লাইভলিহুড অফ দি অরিজিন্স( আলো )এর অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা( পিআরএলসি ) প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ভিন্নধর্মী আয়োজনে কৃষক মাঠ দিবস উদযাপিত হয়েছে।
সোমবার ( ২৪মার্চ )সকালে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সুকান্ত মহাজন পাড়ায় এ ব্যতিক্রমী কৃষক মাঠ দিবস উদযাপন করা হয়। এ সময় খামারের এক উপাদানের উপজাত,অন্য উপাদানের আশির্বাদ হিসেবে সমন্বিত খামার ব্যবস্থাপনার ব্যতিক্রমধর্মী প্রান্তিক কৃষকদের খামারে উৎপাদিত কৃষিপণ্য ও খামার প্রদর্শন করা হয়।
এ সময় স্থানীয় এনজিও সংস্থা’র আলো এর নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা।
এ সময় সিন্দুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদাক মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আলো’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।