খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে প্রভাতফেরী ও শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ ( এমএন ) লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে জেলা শহরের মহাজনপাড়া সূর্যশিখা ক্লাবের সামনে থেকে প্রভাতফেরী করে চেঙ্গী স্কয়ারে গিয়ে এমএন লারমার স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিকের সাংগঠনিক সম্পাদক অমর চাকমাসহ বিভিন্ন পাহাড়ি সংগঠন ও ব্যক্তি স্মৃতি ভাস্কর্যে গিয়ে পাহাড়ি জাতির অন্যতম এ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এমএন লারমা অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম সংসদ সদস্য ছিলেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়িতে নিজের প্রতিষ্ঠিত দলের বিপদগামীদের গুলিতে মৃত্যুবরণ করেন।