ইউরোপের বর্তমান অবস্থার মতো কোভিড সংক্রমণ আমাদের দেশেও হোক তা আমরা চাই না। তাই সবাইকে সচেতন হতে হবে বলে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ কক্সবাজার চলে যাচ্ছে,তারা কেউ মাস্ক পড়ছে না।
ইউরোপে করোনা সংক্রমণের বর্তমান যে চিত্র, তার মতো আমাদের দেশকে হতে দিতে পারি না। সবাইকে সচেতন হতে হবে।বুস্টার ডোজ কার্যক্রম চলমান রয়েছে। ডোজের সংখ্যা বাড়লে এর ফলাফল পাওয়া যাবে বলে তিনি আরো জানান।
শুক্রবার ( ২৪ ডিসেম্বর ) সন্ধ্যায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের চিকিৎসা ব্যবস্থা দেখতে এসে তিনি সাংবাদিকদের মাধ্যমে এই আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি কোভিড সংক্রমণের হার ফের দুই শতাংশ হয়েছে, যা এক শতাংশের নিচে ছিল। এটা খুবই উদ্বেগের বিষয় যে, আক্রান্তের সংখ্যা বাড়লে মৃত্যুর সংখ্যাও বেড়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের সকলকে সচেতন হতে হবে। মাস্ক পড়তে হবে।