রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা শনিবার সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক মছিহুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,ক্রেডিট ইউনিয়নের উদ্যোক্তা সুফিয়া পারভীন শিখা ও কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল হান্নান।
অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নব-নির্বাচিত সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান শেখ আবু নাছের, জয়েন্ট সেক্রেটারী আব্দুর রহমান, ডিরেক্টর এনামুল হক, কালব লিমিটেডের উপজেলা ব্যবস্থাপনা শওকত হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের নেতৃবৃন্দকে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা প্রদান করেন।