রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলার ডোঙ্গাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব কুমুদ রঞ্জন মন্ডলের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায় সংবর্ধনা কমিটির পক্ষ থেকে ওই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা কমিটির আহ্বায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: আনিচুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, প্রাক্তন প্রতিষ্ঠাতা সভাপতি বাবু সিদ্ধার্থ কুমার বসু, প্রাক্তন সভাপতি চিত্ত রঞ্জন গোলদার, দিপালী দেবনাথ, নাজমা বেগম, জমিদাতা সদস্য বিমল কৃষ্ণ মন্ডল, শিক্ষক বিল্লাল হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের আলোচনা শেষে বিদায় সংবর্ধনা কমিটির পক্ষ থেকে বিদায়ী শিক্ষক কুমুদ রঞ্জন মন্ডল কে ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষক কুমুদ রঞ্জন মন্ডল কে মোটরসাইকেল বহরে তার নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।