করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।কারিনা-কাজলের কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে কারিনা-কাজলকে এসব আলোচনা করতে দেখা যায়।
বুধবার ( ২ মার্চ ) তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কারিশমার বোন কারিনা কাপুর খান।
বৃহস্পতিবার ( ৩ মার্চ ) মেহবুব স্টুডিওতে কাজলের সঙ্গে দেখা হয় কারিনার। এসময় দুজনে বেশ কিছুকক্ষণ কথা বলেন। দীর্ঘ দিন পর দেখা হওয়ায় একে অপরের পরিবারের খোঁজ নেন দুই অভিনেত্রী। কথা বলতে গিয়েই করোনা ভাইরাসের প্রসঙ্গ ওঠে।
এ সময় কারিনা কাপুর খান বলেন, আমার পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। ‘লোলো’ ( কারিশমার ডাক নাম ) গতকাল করোনায় আক্রান্ত হয়েছে।