যশোর আজ রবিবার , ৮ মে ২০২২ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

‘কাঁচাবাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর পাকা দালান বানালেন 

প্রতিবেদক
Jashore Post
মে ৮, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
‘কাঁচাবাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর পাকা দালান বানালেন 
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

ভাইরাল হওয়া ‘কাঁচাবাদাম’ গানটি নিয়ে কম হইচই হয়নি। রাতারাতি তারকাখ্যাতি পেয়ে কিনেছেন গাড়ি। এবার সেই ভুবন বাদ্যকরে নির্মাণ করলেন বাড়ি।এ প্রসঙ্গে ভুবন বলেন, ‘দিন কয়েক আগে ঝড়ে আমার পুরোনো বাড়ির চাল উড়ে গিয়েছিল। তাই কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নতুন বাড়িতে উঠেছি।

আমার সবটুকু সম্ভব হয়েছে মানুষের ভালোবাসায়। এমন বাড়ি বানানোর কথা আমি স্বপ্নেও ভাবেননি কখনো। কিন্তু মানুষের ভালোবাসায় সেটা এখন বাস্তবে পরিণত হয়েছে। শুধু আমার স্ত্রী নয়, পরিবারের সবাইকে নিয়েই থাকবো এই বাড়িতে।

এখন নিয়মিত গানের সঙ্গে তার যোগাযোগ। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েই সীমাবদ্ধ থাকেননি তিনি,পৌঁছে যান কলকাতার বড় বড় টিভি অনুষ্ঠানেও।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে ভুবন বাদ্যকরের নতুন বাড়ি নির্মাণের এক ঝলক। পশ্চিমবঙ্গের দুবরাজপুরে যেখানে ভুবনের বাড়ি ছিল, তার পাশেই গড়ে উঠেছে পাকা বাড়ি। ভেতরে বসেছে নীল রঙের টাইলস। ঢালাই হয়ে গেছে, ভেতরের দুটো ঘর সাজানো শেষ। এক ইন্টিরিয়র ডিজাইনার স্বেচ্ছায় ভুবনের ঘর সাজিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করেন। ভাজা বাদাম নয়, কাঁচাবাদাম। ভাজা বাদামের অপকারিতা আর কাঁচাবাদামের উপকারিতা নিয়ে একটি গান বেঁধেছেন তিনি।

এই গানের কথায় যুক্ত হয়েছে টাকা ছাড়াও যার বিনিময়ে বাদাম বিক্রি করেন, যেমন ভাঙা মোবাইল, সিটি গোল্ডের পুরোনো জিনিস, মাথার চুল ইত্যাদি। গানের কথায় এসব বিষয় আর অদ্ভুত সুর তরুণরা ইন্টারনেটে পাওয়া মাত্রই লুফে নেয়।

সর্বশেষ - ফিচার