 
হাতের আঙুলের অপারেশন করতে গিয়ে মৃত্যুর ঘটনায় করা মামলায় দাফনের ১২ দিন পর কুড়িগ্রামের শিশু মারুফা জাহান মাইশার মরদেহ উত্তোলন করেছে পুলিশ।
সোমবার ( ১২ ডিসেম্বর ) বিকেলে মাইশার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকার রূপনগর থানার পরিদর্শক ( তদন্ত ) নয়ন দাস, কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, মাইশার বাড়ি কুড়িগ্রাম সদরের পৌর এলাকার ভেলাকোপা ব্যাপারী পাড়া গ্রামে। প্রায় সাড়ে চার বছর আগে মাত্র ৯ মাস বয়সে চুলার আগুনে মাইশার ডান হাতের আঙুল পুড়ে কুঁকড়ে যায়।
গত ৩০ নভেম্বর ঢাকার মিরপুরের রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে মাইশার আগুনে পোড়া হাতের আঙুলের অস্ত্রোপচার করার সময় শিশুটির মৃত্যু হয়। সেদিনই শিশুটির মরদেহ নিয়ে কুড়িগ্রামে ফিরে আসেন স্বজনরা।
মরদেহ গোসলের সময় মাইশার নাভির নিচে কাটা চিহ্ন ও সেলাই দেখা যায়। এ ঘটনা প্রকাশ্যে এলে মাইশাকে হত্যার অভিযোগ উঠে। অপারেশনের নামে শিশু হত্যার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। গত ৫ ডিসেম্বর এ ঘটনায় ঢাকার মিরপুরের রূপনগর থানায় মাইশার বাবা মোজাফ্ফর হোসেন বাদী হয়ে মামলা করেন।
কুড়িগ্রাম নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান ইসলাম বলেন, আদালতের নির্দেশে শিশু মাইশার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা নয়ন দাশ বলেন,ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
				 
											 
															 
															 
															 
															 
															 
															 
															