যশোর আজ সোমবার , ১১ অক্টোবর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কক্সবাজারে অটো রিকশা উল্টে মুয়াজ্জিনের মৃত্যু

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১১, ২০২১ ১১:২৪ অপরাহ্ণ
কক্সবাজারে অটো রিকশা উল্টে মুয়াজ্জিনের মৃত্যু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশা উল্টে এক জামে মসজিদের মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অটোরিকশার উপরে থাকা টিন ছিটকে পড়ে গলা কেটে গেলে মাওলানা রুহুল কাদের ( ৩২ ) নামে ওই মুয়াজ্জিন মারা যান। তিনি ভাঙ্গারমুখ জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

সোমবার ( ১১ অক্টোবর ) সকাল ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ভাঙ্গারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুহুল কাদের পৌরসভার পূর্ব নিজাপানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সকালে বাড়ি থেকে ভাঙ্গারমুখ এলাকায় যাচ্ছিলেন রুহুল কাদের। এসময় বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছাদের উপর টিন নিয়ে যাচ্ছিলেন।

ভাঙ্গারমুখ এলাকায় পৌঁছলে অটোরিকশাটি উল্টে গিয়ে টিন ছিটকে রুহুল কাদেরের গলায় গিয়ে পড়ে। এ সময় তার গলার অর্ধেক কেটে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোঃ জুয়েল ইসলাম বলেন,দূর্ঘটনার বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত