এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান ও নেপাল। বুধবার ( ৩০ আগস্ট )মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
পাকিস্তান একাদশ: ফখর জামান,ইমাম উল হক, বাবর আজম,মোহাম্মাদ রিজওয়ান, সালমন আগা খান, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মাদ নেওয়াজ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও নাসিম শাহ।
নেপাল একাদশ: কুশল ভুর্তেল,আসিফ শেখ, রোহিত পাওডেল, আরিফ শেখ, কুশল মাল্লা, দীপেন্দ্র এরি, গুলশান ঝা, সোমপাল কামী, করণ কেসী, সন্দীপ লামিচানে ও ললিত রাজবংশী।