এফএ কাপের এবারের আসরের প্রথম সেমিফাইনালে আজ শনিবার রাতে মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই শীর্ষ দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ছয়দিনের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে। গেল শনিবার লিগের ফিরতি লেগের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে তারা মুখোমুখি হয়েছিল এবং ২-২ গোলের সমতা নিয়ে ম্যাচ শেষ হয়েছিল।
সবশেষ ২০১৯ সালে পেপ গার্দিওলার শিষ্যরা জিতেছিল এফএ কাপ। অন্যদিকে লিভারপুল ১৬ বছর আগে সবশেষ জিতেছিল এই টুর্নামেন্টের শিরোপা। সেমিফাইনালের দলে ৯ জন বদলি খেলোয়াড় রাখা যাবে। তার মধ্যে মাঠে নামানো যাবে পাঁচজনকে।
ম্যানসিটি-লিভারপুলের পর রোববার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ক্রিস্টাল প্যালেস। দুই সেমিফাইনালের বিজয়ী দল ১৪ মে ওয়েম্বলিতে মুখোমুখি হবে ফাইনালে।
ম্যানসিটি-লিভারপুল সেমিফাইনালের জন্য ৩৪ হাজার করে টিকিট পেয়েছে।বিশ্বে সবচেয়ে লম্বা সময় ধরে চলা নকআউট ফুটবল প্রতিযোগিতার নাম দ্য এফএ কাপ।যেটি এবার ১৫০তম বছর উদযাপন করছে।