
গত ২৪ ঘণ্টায় করোনা করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। তবে এসময় কেউ করোনা  আক্রান্ত হয়ে মারা যাইনী।
স্বাস্থ্য অধিদফতর জানায়,এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৮১ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৭ হাজার ৫১ জন।
সোমবার ( ২৯ জানুয়ারি )স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৮১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯১৩টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
 
				 
											 
															 
															 
															 
															 
															 
															 
															