আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের চেতনারসহ কৃষি খাতসহ সব সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে। এ উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

২৪ জুলাই দুপুর দুইটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের নব-নির্মিত শহীদ মিনার ও কলেজ সড়কের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি বেগম নার্গিস সুলতানা চৌধুরী, সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু,উপাধ্যক্ষ এস,এম রফিকুল ইসলাম,বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাজু কামাল প্রমুখ।
উদ্বোধনের পরেই প্রধান অতিথি শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।