সর্বশেষ খবরঃ

ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের অন্তত তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ছয়টি ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করা হয় বলে জানান তিনি।

রোববার ( ২২ জুন ) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে।

ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক হ্যানিটি জানান, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়। সেখানেই ট্রাম্প তাকে জানান, ইরানের পাহাড়ের নিচে অবস্থিত গোপন ফোর্দো পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ছয়টি ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ফেলেছে। তিনি আরও জানান, যদিও পূর্ব ধারণা ছিল মাত্র দুটি বোমাই যথেষ্ট হবে, বাস্তবে টার্গেট সম্পূর্ণ ধ্বংসে ছয়টি বোমা প্রয়োজন হয়েছে।

হ্যানিটির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলোর দিকে অন্তত ৩০টি টোমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সাবমেরিনগুলো ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ৪০০ মাইল দূরে অবস্থান করছিল বলে জানান তিনি।

এর আগেই ইসরায়েল দাবি করেছিল, ১৩ জুন তাদের চালানো প্রথম দফার হামলায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটি কেন্দ্র— ফোর্দো ও নাতাঞ্জ— দীর্ঘদিন ধরেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে।

বাঙ্কার-বাস্টার বোমা হলো এক ধরনের অত্যন্ত শক্তিশালী অস্ত্র, যা মূলত মাটির গভীরে বা পাহাড়ের নিচে নির্মিত কংক্রিটের সুরক্ষিত স্থাপনা ধ্বংস করতে ব্যবহৃত হয়। এই অস্ত্র মূলত সামরিক ঘাঁটি, গোপন গবেষণাগার কিংবা পারমাণবিক স্থাপনাগুলোর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োগ করা হয়।

যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, হামলার বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। একইসঙ্গে বলা হয়, হামলার পূর্বে ইরানের পারমাণবিক উপকরণ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল— দুই দেশই বহু বছর ধরে দাবি করে আসছে, ইরানের এসব পারমাণবিক কেন্দ্র দেশটির সম্ভাব্য পারমাণবিক অস্ত্র কর্মসূচির ভিত্তি। সম্প্রতি ওই সব কেন্দ্র লক্ষ্য করেই একাধিক হামলা চালানো হয়েছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।

আরো খবর

ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
যশোরে সরকারি সার আত্মসাতের
যশোরে সরকারি সার আত্মসাতের ঘটনায় গ্রেফতার-৩
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প