রুশ আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত এক হাজার ২০০ কোটি ডলারেরও বেশি অস্ত্র ও আর্থিক সহায়তা পেয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল এ তথ্য জানিয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে পশ্চিমা দেশগুলো রুশ বাহিনীকে মোকাবিলায় ইউক্রেনকে বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ২০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়।
এছাড়া যুদ্ধ শুরুর পর ৪৫ কোটি পাউন্ডের যুদ্ধাস্ত্র ইউক্রেনকে দিয়েছে যুক্তরাজ্য। গত মাসে ব্রিটিশ প্রধামন্ত্রী বরিস জনসন আরও ৩০ কোটি পাউন্ড সহযোগিতার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার পোল্যান্ড, সুইডেন এবং ইউরোপীয় কমিশনের প্রধানের সাথে ওয়ারশতে দাতাদের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। এতে তিনি যুদ্ধে ইউক্রেনের প্রতি দাতাদের অটল সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি আরও সহযোগিতার অনুরোধ জানান।