যশোর আজ মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

আবরারের স্মরণে তৈরী স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রুম নম্বর ২০১১’

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৮, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ
আবরারের স্মরণে তৈরী স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রুম নম্বর ২০১১’
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ( বুয়েট ) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সেই আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে ‘রুম নম্বর ২০১১’ নামে স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

এটি নির্মাণের উদ্যোগ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। যেখানে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

রোববার ( ৬ অক্টোবর ) আবরারের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে জিসু এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ থেকে বলা হয়, সোমবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় ‘রুম নম্বর ২০১১’র প্রথম টিজার মুক্তি দেওয়া হবে। টিজারটি জিসু এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

যেই কথা সেই কাজ সোমবার ( ৭ অক্টোবর ) জিসু এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও জিসু এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। টিজারটি প্রকাশ্যে আসার পর পরই মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।

এর আগে, জিসু এন্টারটেইনমেন্টের পেজ থেকে সিনেমাটির বিষয়ে জানানো হয়। একইসঙ্গে প্রকাশ করা হয় এর পোস্টারও। ক্যাপশনে লেখা হয়, ‘রুম নম্বর ২০১১’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ ও আমেরিকায় একই সময়ে রিলিজ হবে সিনেমাটি।

‘রুম নম্বর ২০১১’ সিনেমার পোস্টারে অবশ্য আবরার ফাহাদের কথা উল্লেখ নেই। জিসু এন্টারটেইনমেন্টের কর্ণধার শেখ জিসান আহমেদ জানিয়েছেন, এটি আবরার হত্যা ঘটনাকে কেন্দ্র করে নির্মিত।

সর্বশেষ - সারাদেশ