
হানিফ উদ্দিন সাকিব ( নোয়াখালী ) জেলা প্রতিনিধি :: আসন্ন ১০ ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ ঢাকা জেলা কমিটির উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“Human Rights: Our Everyday Essentials””মানবাধিকার: আমাদের নিত্যদিনের অপরিহার্য অংশ”এই শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ ঢাকা জেলা কমিটির সভাপতি এম কে দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান খান রেজাউর রহমান রেজা। মানবাধিকার সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা ও নাগরিক অধিকার নিশ্চিতকরনে সংগঠনের ভূমিকা তুলে ধরেন বক্তারা।
ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মানবাধিকার রক্ষায় মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন “মানবাধিকার সুরক্ষা শুধু আইনি কাঠামোর মাধ্যমে নয়, মানুষের সচেতনতা ও সহমর্মিতার মাধ্যমেই নিশ্চিত হয়। সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সেই লক্ষ্যেই কাজ করছে।
তিনি আরও উল্লেখ করেন যে, সমাজের প্রান্তিক মানুষদের অধিকার সচেতনতা বাড়াতে আগামী বছরে সংগঠনের মাধ্যমে বিশেষ কর্মশালা ও প্রচারণা চালানো হবে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অব্যাহত মানবিক কর্মকাণ্ড উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে মানবাধিকার লঙ্ঘন রোধে গণসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। শান্তি, ন্যায় ও সমতার পথে সার্চ মানবাধিকার সোসাইটির উদ্যোগকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।