বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কটল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্সে টানা ১৫ দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন । সফরকালে আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় “জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬” এ অংশ নেবেন প্রধানমন্ত্রী।
আগামীকাল রবিবার ( ৩১ অক্টোবর ) সকালে এ সফরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
এছাড়া জলবায়ু সম্মেলন শেষে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। পরে ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনিসেফ বঙ্গবন্ধুর নামে অ্যাওয়ার্ড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স’ প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফর শেষে আগামী ১৪ নভেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।