সর্বশেষ খবরঃ

অবঃসেনা সদস্য আনোয়ার হত্যা চেষ্ঠার প্রধান আসামী গ্রেফতার

অবঃসেনা সদস্য আনোয়ার হত্যা চেষ্ঠার প্রধান আসামী গ্রেফতার
অবঃসেনা সদস্য আনোয়ার হত্যা চেষ্ঠার প্রধান আসামী গ্রেফতার

যশোর প্রতিনিধি :: সেনাবাহিনীর অবঃ কর্পোরাল,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা ( অসকস ) এর কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন কে হত্যা চেষ্ঠা মামলার প্রধান আসামী কামরুল ইসলাম (৩৫) কে নড়াইল থেকে গ্রেফতার করেছে যশোর জেলা গোযেন্দা শাখার সদস্যরা।

আনোয়ার হোসেন যশোর জেলা অসকস এর সভাপতি ও যশোর পালবাড়ী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তেতুলতলা মোড়স্থ মাহী ট্রেডার্স এর স্বত্তাধিকারী।

গত শুক্রবার ( ১৫ই এপ্রিল ) রাতে নড়াইল জেলার কালিয়া থানধীন যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যশোর ডিবি পুলিশের একটি চৌকস দল। সে যশোর জেলার কতোয়ালী থানাধীন নুরপুর গ্রামের মোদাচ্ছের বিশ্বাসের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, গত ৮ এপ্রিল রাতে তেতুলতলা মোড় এলাকায় অবস্থিত সাবেক সেনা সদস্যের নিজ ব্যাবসায়িক প্রতিষ্টানে বসে ছিলো। সে সময় অজ্ঞাতনামা এক যুবক হত্যা উদ্দেশ্যে আনোয়ার হোসেনকে দোকানের মধ্যে বসা অবস্থায় পেটে চাকু মেরে রক্তাত্ত জখম করে পালিয়ে যায়।

এ ঘটনায় আহত সেনা সদস্যের ভাই হায়দার হোসেন বাদী হয়ে ১০ এপ্রিল কোতয়ালী থানায় এজাহার দ্বায়ের করেন। কতোয়ালী থানার মামলা নং-৪৫ও তারিখ ১০-৪-২০২২ইং।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোরের সুযোগ্য পুলিশ সুপার মামলার তদন্তভার যশোর জেলা গোয়েন্দা শাখার উপর দেন। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকারের নির্দেশনায় ডিবি পুলিশেরে চৌকস এস আই মফিজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল প্রতিষ্টানের সংরক্ষিত সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের সনাক্ত পূর্বক গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ এপ্রিল ঐ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা বিজ্ঞ আদলতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

জেলা গোয়েন্দা পুলিশের জিঙ্গাসাবাদে তারা নিজেদের ভাড়াটে চাকুমারা পার্টির সদস্য বলে জানান। এসময় এম এম কলেজের পুরাতন ছাত্রাবাস চত্তর থেকে ঘটনায় ব্যবহৃত ১টি চাকু ও আসামীদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করে ডিবি সদস্যরা।

তাদের দেওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ডিবি পুলিশের চালানো এক সফল অভিযানে হত্যা চেষ্ঠা মামলার প্রধান আসামী কামরুল গ্রেফতার হয়েছে।

ছুরিকাহতের ঘটনায় আহত অবঃসাবেক সেনা সদস্য, আনোয়ার যশোর পোস্টকে জানান, সাবেক এক সেনা সদস্যসের টাকা সংক্রান্ত বিচারকাজে আমি দুষ্কৃতিকারীদের টার্গেট হয়েছি। তারা আমাকে প্রাণনাশের চেষ্টায় হামলা চালিয়েছিলো,আল্লাহর কৃপায় আমি বেচে আছি।

আরো খবর

জেনেভা ক্যাম্প থেকে কোটি টাকা,ককটেল ও মাদক উদ্ধার
জেনেভা ক্যাম্প থেকে কোটি টাকা,ককটেল ও মাদক উদ্ধার
দুমকির সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি পালন
দুমকির সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি পালন
জামিনে কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার
জামিনে কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার
শোকাবহ ১৫ আগস্ট আজ
শোকাবহ ১৫ আগস্ট আজ
গোবিন্দগঞ্জে আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের ২সদস্য গ্রেফতার
গোবিন্দগঞ্জে আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের ২সদস্য গ্রেফতার
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ ৮ শিকারী আটক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ ৮ শিকারী আটক
যশোরে বুকসমান বালুতে পুঁতে অস্ত্রের মুখে টাকা হাতানো মামলার আসামী গ্রেফতার
যশোরে বুকসমান বালুতে পুঁতে অস্ত্রের মুখে টাকা হাতানো মামলার আসামী গ্রেফতার
নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ
নন্দীগ্রামের ফজলুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ