অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মুহাম্মদ ইউনূস। এই সরকারের উপদেষ্টা হিসেবে আরও ১৬ জন শপথ নিচ্ছেন। বৃহস্পতিবার ( ৮ আগস্ট ) রাত ৯টা ২০ মিনিটে ডঃ মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
এর আগে দুপুর ২টা ১১ মিনিটে ডঃ ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ডঃ ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারা হলেন- (১) সালেহ উদ্দিন আহমেদ ( ২) ডঃ আসিফ নজরুল (৩) আদিলুর রহমান খান (৪) হাসান আরিফ (৫) তৌহিদ হোসেন ( ৬) সৈয়দা রেজওয়ানা হাসান (৭) মো. নাহিদ ইসলাম ( ৮) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (৯) ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ( ১০) সুপ্রদিপ চাকমা ( ১১) ফরিদা আখতার ( ১২) বিধান রঞ্জন রায় ( ১৩) আ.ফ.ম খালিদ হাসান ( ১৪) নুরজাহান বেগম ( ১৫) শারমিন মুরশিদ ( ১৬) ফারুকী আযম।