সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে গোপনে কয়েকজন পুরুষের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা রত্না খাতুনকে ( ২৮ ) গ্রেফতার করেছে পুলিশ। সে উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা পারকুল গ্রামের মাজেদ আলীর মেয়ে।
প্রতারক চক্রের মূল হোতা রত্না খাতুনসহ দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
রোববার ( ২৭ আগস্ট ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে উল্লাপাড়া পশ্চিমপাড়ার বাসিন্দা শামীম রেজা গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলে তা আমলে নেয় পুলিশ।
তিনি বলেন, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের রসড়াতলা গুচ্ছগ্রাম থেকে নারী প্রতারক চক্রের মূলহোতা রত্না খাতুন আটক করা হয়েছে। সে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছিল এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে বলে জানা গেছে। রোববার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।