যশোর আজ বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

শহীদ আসাদুল্লাহ্ আইডিয়াল হাসপাতালে প্রসুতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা

প্রতিবেদক
Jashore Post
জুলাই ৩, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
শহীদ আসাদুল্লাহ্ আইডিয়াল হাসপাতালে প্রসুতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরে শহীদ আসাদুল্লাহ্ আইডিয়াল হসপিটালে মোছা সোনিয়া আক্তার (৩৩)নামে এক নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় চরম উত্তেজনা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত সোনিয়া আক্তার দিনাজপুর শহরের পাটুয়া পাড়া এলাকার মোঃ জুয়েলের স্তী। নিহতের পরিবার জানায়, ৮সপ্তাহের প্রসূতি সোনিয়া আক্তারকে নিয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও অধ‍্যাপক স্তীরোগ বিশেষজ্ঞ ডাঃ ফয়সাল আহম্মেদের শরনাপন্ন হলে বাচ্চা টিউবে আটকে গেছে,দ্রুত ওপারেশন করতে হবে বলে জানান।

তার নির্দেশমতো গত ৩০জুন সোনিয়া আক্তারকে দিনাজপুর শহরের বালুবাড়ী জোড়া ব্রীজ সংলগ্ন প্রাইভেট ক্লিনিক “শহীদ আসাদুল্লাহ আইডিয়াল হসপিটাল প্রাঃ লিঃ” এ ভর্তি করানো হয়।

ডাক্তারের এক প্রকার জোড়াজুড়িতে এবং আজকের মধ্যে অপারেশন করতে না পারলে টিউব ব্লাষ্ট হয়ে যাবার শঙ্কা রয়েছে বলে জানালে প্রসুতির কথা চিন্তা করে অপারেশনে রাজি হই। একই দিন রাতে ডাক্তার ফয়সাল তার অপারেশন সম্পন্ন করে। গত ১জুলাই বিকালে রুগি সোনিয়া প্রচন্ড ব‍্যাথায় ছটপট করলেও কোন নার্স বা চিকিৎসকের কোন সাড়া মেলিনি।এর কিছুক্ষন পরই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করে।

নিহতের স্বামী,ভাই ও পরিবারের অন‍্যান‍্য সদস‍্যদের অভিযোগ ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারনেই অকালে প্রান দিতে হয়েছে সোনিয়াকে।

সোনিয়ার এই মৃত্যুর খবর ছড়িয়ে পরার সাথে সাথে আইডিয়াল হাসপাতালে আসতে থাকে পরিবারের লোকজন। সোনিয়ার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে নিতে পারছিলনা। দুঃখ আর ক্ষোভে ফুসে উঠছিল।

পরে সেনাবাহিনী,পুলিশ,দিনাজপুর জেলা বিএনপির কতিপয় সদস‍্য ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলারের উপস্থিতিতে পরিস্তিতি শান্ত হলে সোনিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে ডাক্তার ফয়সালের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কিন্তু আইডিয়াল হাসপাতালের পরিচালক ইঞ্জিনিয়ার জাফরুল্লার কাছে মৃত‍্যুর কারন জানতে চাইলে তিনি তেমন কোন সদত্তোর দিতে না পারলেও হার্ট অ‍্যাটাকে রুগির মৃত্যু হয়েছে বলে জানান।

সর্বশেষ - সারাদেশ