যশোর আজ শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোর মুক্ত দিবস উপলক্ষে শার্শায় বর্ণাঢ্য র‌্যালী

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ৬, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
যশোর মুক্ত দিবস উপলক্ষে শার্শায় বর্ণাঢ্য র‌্যালী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীতে প্রথমবারের মত পালিত হচ্ছে যশোর মুক্ত দিবস। আজ ৬ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয়েছিলো যশোর জেলা। যশোরেই প্রথম ওঠেছিলো বিজয়ী বাংলাদেশের রক্তখচিত গাড় সবুজ পতাকা।

দিবসটি যথাযোগ্য মর্যদায পালনের লক্ষ্যে যশোর জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী গ্রহণ করেছে।এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০ ঘটিকায় শার্শা উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালিতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান,সহকারী কমিশনার ( ভুমি )নুসরাত ইয়াসমিন, শার্শা অঞ্চলের বীরমুক্তিযোদ্ধাগন ,শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু,বেনাপোল হাই স্কুলের প্রাক্তন শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেনাপোলের উপদেষ্ঠা আব্দুল মান্নান, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,সরকারী বিভিন্ন প্রতিষ্টানের প্রধান,উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক,শিক্ষার্থীরা ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাসহ গনমাধ্যামকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাধীনতার দীর্ঘ ৫২ বছর পর প্রথমবারের মত উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে ঐতিহাসিক যশোর মুক্ত দিবস পালন করায় এলাকাটির সূধী মহলের প্রশাংসার জোয়ারে ভাসছেন শার্শা উপজেলা প্রশাসন।

উল্লেখ্য মুক্তিযোদ্ধা ও ইতিহাসবিদদের দেওয়া তথ্য মতে ২০১০সাল থেকে ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস হিসাবে পালিত হচ্ছে। ৮ ডিসেম্বর যশোর শহরের নিরাপত্তার দায়িত্ব নেই মুক্তি বাহিনী। ১০ ডিসেম্বর যশোরের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন ওয়ালিউল ইসলাম। ১১ডিসেম্বর যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠে স্বাধীন বাংলায় প্রথম জনসভা অনুষ্ঠিত হয়।

সেখানে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ ও অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ