স্টাফ রিপোর্টার :: ভোলায় গত ২৪ ঘণ্টায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল, নৌকা ও মাছ উদ্ধর হয়।
ভোলার সাত উপজেলা প্রশাসন মেঘনা-তেঁতুলিয়া নদী ও সাগর মোহনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার অপরাধে এসব জেলেকে আটক করে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান,মা ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন ( ৪-২৫ অক্টোবর ) বাংলাদেশের ৩৮টি নদীতে ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা ও সাগর মোহনায় বিভিন্ন উপজেলার জেলেরা নদীতে মাছ ধরতে নেমেছেন। এ কারণে গত ২৪ ঘণ্টায় ওই ৪৪ জেলেকে আটক করা হয়েছে। ওই ৪৪ জেলের মধ্যে ১৩ জনকে ৮৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৪ হাজার ৫০০ মিটার জাল, ২ মণ ইলিশ ও ৫টি নৌকা জব্দ করা হয়েছে বলে তিনি আরো জানান।