যশোর আজ শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ৪, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ
ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার পূর্বক অপহৃত যুবক ও মুক্তিপন আদায়ের টাকা উদ্ধার করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা।অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ আরমান শেখ ( ২২ ) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

বুধবার ( ০২ এপ্রিল ২০২৫ ) র‌্যাব-৬, সদর কোম্পানি এর আভিযানিক দল গোয়েন্দা তৎপরতায় সনাক্ত করতে সক্ষম হয় যে, উক্ত অপহরণকারী চক্রটি ভিকটিমসহ খুলনা জেলার রূপসা থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করেন।এ সময় মুক্তিপণ হিসেবে গৃহীত ১৩,৯৬০/- (তেরো হাজার নয়শত ষাট) টাকা এবং ভিকটিমের মায়ের সাথে মুক্তিপণের জন্য যোগাযোগের মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

র‌্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আনুমানিক দুই মাস পূর্বে ভিকটিমের সাথে এক নারীর ফেসবুকে পরিচয় হয় অপহরনকারীর। পরিচয়ের এক পর্যায়ে তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে উক্ত নারী তাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে দেখা করার প্রস্তাব দেয়।

এর প্রেক্ষিতে ০১ এপ্রিল ২০২৫ ভিকটিম উক্ত নারীর সাথে দেখা করার উদ্দেশ্যে বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন জয়ডিহি বাসস্ট্যান্ডে যায় এবং নারীকে ফোন করে। উক্ত নারী তখন বুড়িগাংনি বাজারে যাওয়ার জন্য ভিকটিমকে একটি ভ্যান পাঠায়।

উক্ত ভ্যানে চড়ে বুড়িগাংনি বাজারে যাওয়ার পথে মাতারচর নামক স্থানে পৌছালে অপহরণচক্রের মূলহোতা আরমান শেখ সহ ৭ জনের একটি দল তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে একটি টিনের ঘরের মধ্যে আটকে রাখে।

অপহরণচক্রটি ভিকটিমকে ব্লাকমেইল করার উদ্দেশ্যে ভিকটিমের পরিহিত কাপড় খুলে ভিডিও করার চেষ্টা করে। ভিকটিম অনুনয় বিনয় করলে অপহরণচক্রটি ভিকটিমকে অমানবিক নির্যাতন করে এবং ভিকটিমের মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মায়ের কাছে ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করে।ভিকটিমের মা নিরুপায় হয়ে ভিকটিমের প্রাণ রক্ষার্থে ১৫হাজার টাকা বিকাশে অপহরণ চক্রটির কাছে পাঠায়।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।

সর্বশেষ - সারাদেশ