যশোর আজ সোমবার , ৫ মে ২০২৫ ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্র গ্রেফতার-৩

প্রতিবেদক
Jashore Post
মে ৫, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্র গ্রেফতার-৩
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ তিন জনকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়,সম্প্রতি কলাবাড়িয়া এলাকায় কয়েকটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ অস্ত্রের মজুদ ঠেকাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।

শনিবার রাত আড়াইটায় শুরু হয়ে সকাল সাড়ে সাতটা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার অভিযানে অংশ নেয় কালিয়া সেনা ক্যাম্প, নড়াইল সদর সেনা ক্যাম্পের একটি ইউনিট ও জেলা পুলিশের একটি দল। অভিযান চলাকালে এলাকার কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়।

অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, ১০টি রামদা,দুটি সেনিদা, তিনটি চায়নিজ কুড়াল,সাতটি চা পাতি (দেশীয় ধারালো অস্ত্র )পাঁচটি টেটা এবং একটি বল্লম উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—জাহিদুল (৫০), পিতা: জলিল শেখ; জুলফিকার (৪৫), পিতা: হাবিবুর রহমান এবং শাহাবুদ্দিন (৪০), পিতা: মকবেল শেখ। এছাড়া অভিযানের সময় পালিয়ে যাওয়া মাহবুব নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মাহবুবকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাত প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হবে। সমাজে অস্থিরতা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - সারাদেশ